ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫
শিরোনাম
ফরিদপুর: ভাঙ্গা থানা পুলিশের অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ এক নারী ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, একটি এসি বাসের ভিয়াইপি সিটে চড়ে মাদকগুলি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা। বুধবার গভীররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইদহ মহেশপুর থানার নিপাবাজার গ্রামের শাহাজান হোসেন মন্ডলের মেয়ে মাহফুজা আক্তার ও কোর্টচাদ পুরের মহসিন আলমের ছেলে তাম্মিম মিয়া।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মামুন ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় একটি এসি বাসে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ এক নারী ও তার সহযোগী যুবককে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল তাদের দুইজনকে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হবে।
অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এনএন
বাংলাদেশ সময়: ১৮:৩৯:০১ ১১২ বার পঠিত | ● পাচার ● ফেন্সিডিল ● বাস ● ভাঙ্গা