ঢাকা    বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » শীতের আমেজে কুয়াকাটায় বাড়ছে পর্যটক,গতি ফিরছে ব্যবসায়

শীতের আমেজে কুয়াকাটায় বাড়ছে পর্যটক,গতি ফিরছে ব্যবসায়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর ২০২৪


 শীতের আমেজে কুয়াকাটায় বাড়ছে পর্যটক,গতি ফিরছে ব্যবসায়
পটুয়াখালী: দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক হুমকির মুখে পড়েছিল দেশের পর্যটনশিল্প পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক না যাওয়ায় অধিকাংশ ব্যবসায়ীরা রয়েছেন অর্থনৈতিক ক্ষতিতে। এ অবস্থায় হালকা শীতের আমেজ শুরু হওয়ায় কুয়াকাটায় বাড়ছে পর্যটক। আর তাতেই স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মাঝে।
সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা যায় পর্যটকদের বাড়তি উপস্থিতি। সৈকতে নামতেই দুই দিকে দেখা যায় গোসল আর উল্লাসে মেতেছে নানা বয়সী হাজারো পর্যটক। শুধু সৈকতই নয়, কুয়াকাটার সকল দর্শনীয় স্থানগুলোতেই চোখে পড়ার মতো উপস্থিতি ছিল পর্যটকদের। এতে করে প্রাণচাঞ্চল্য ফিরেছে সাগরকন্যা কুয়াকাটায়। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশ।
অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ততা দেখা গেছে কুয়াকাটার সব রেস্তোরাঁসহ পর্যটন-নির্ভর সকল ব্যবসাপ্রতিষ্ঠানে। হোটেল-মোটেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের আবাসিক হোটেলে বুকিং ভালো আছে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে। তাদের আশা এখন থেকে এভাবে পর্যটকদের আনাগোনা থাকলে খুব শিগগিরই তারা সংকট কাটিয়ে উঠতে পারবে।
কুয়াকাটা সৈকত লাগোয়া বৈশাখি রেস্টুরেন্টের পরিচালক ইমাম হোসেন বলেন, গত পাঁচ মাস ধরে তেমন একটা পর্যটক আসছে না কুয়াকাটায়। আর তাতে শুধু আমরা নই, পর্যটন-সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীরাই পড়েছে হুমকির মুখে। তবে হালকা শীতের আমেজ শুরু হতে না হতেই পর্যটকদের ভালো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটক এসেছে এবং আমাদের বেঁচাবিক্রিও অনেক ভালো হচ্ছে।
কুয়াকাটার আবাসিক হোটেল সমুদ্র বাড়ি রিসোর্টের জেনারেল ম্যানেজার সজীব হোসেন বলেন, আমাদের হোটেলের মোট ১৮টি রুম রয়েছে। এরমধ্যে আজকে ১৪টি রুমে গেস্ট রয়েছে এবং সামনের দিকেও ভালো বুকিং রয়েছে। আশা করছি এই মৌসুমে আমরা ভালো ব্যবসা করতে পারব।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, বিগত চার থেকে পাঁচ মাস পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে, পর্যটন নগরীগুলোতে তেমন একটা পর্যটকদের উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে দেশের পরিস্থিতি প্রতিনিয়ত স্বাভাবিক হচ্ছে। পর্যটন নগরীগুলোতেও বাড়ছে পর্যটকদের ভিড়। এতে করে পর্যটক ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরবে বলে মনে করছি। বর্তমানে শীতের হাওয়া বইতে শুরু করার আগে আগেই পর্যটকদের ভালো একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে আশা করা যায় সামনের দিকে আরও পর্যটকদের ভিড় বাড়বে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত কুয়াকাটা টুরিস্ট পুলিশ। তিনি আরও বলেন, দেশের চলমান অস্থিরতা কেটে যাওয়ায় পর্যটক বাড়ছে কুয়াকাটায়। কুয়াকাটার সফল দর্শনীয় স্থানগুলোতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম কাজ করছে।

এনএন

বাংলাদেশ সময়: ১২:৪৪:২৮   ৩৫৭ বার পঠিত  |         







অন্যান্য থেকে আরও...


চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
ইসলামে মাতৃভাষার গুরুত্ব ও আমাদের বাংলা ভাষা
সৌদি আরবে আইএমও নেক্সটওয়েভ সিফারার্স প্রকল্প চালু
ট্রাম্প-পুতিন শান্তি সম্মেলনের আয়োজনকে স্বাগত জানিয়েছে সৌদি আরব
পবিত্র শবে বরাত শুক্রবার



আর্কাইভ