ঢাকা    সোমবার, ২০ মে ২০২৪


প্রচ্ছদ » আইন ও আদালত » রংপুরে হেরোইন রাখার দায়ে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরে হেরোইন রাখার দায়ে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড


রংপুর ব্যুরো
প্রকাশ: রবিবার, ৬ আগস্ট ২০২৩


 রংপুরে হেরোইন রাখার দায়ে  আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
রংপুর: রংপুরের আলমনগর খামার এলাকায় ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদক ব্যাবসায়ী হরিশ চন্দ্র রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ আদেশ প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে পুলিশী পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি এ্যাডভোকেট।
মামলার বিবরণে জানা গেছে ২০১৯ সালের ৯ ডিসেম্বর তারিখে রংপুর নগরীর আলম নগর খামার এলাকায় গোপন সংবাদের উপর ভিত্তি করে রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল মাদক ব্যবসাযী হরিশচন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করে। আসামী হরিশচন্দ্রের বাবার নাম গিরিশ চন্দ্র রায় বাড়ি রংপুর নগরীর আলমনগর খামার এলাকায়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস আই আফজাল হোসেন মাদক আইনে একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে চার্জসীট আদালতে দাখিল করে পুলিশ।
মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রোববার দুপুরে বিজ্ঞ বিচারক কৃষ্ণকান্ত রায় আসামী হরিশ চন্দ্র রায়কে দোষি সাব্যস্ত করে মাদক আইনে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত।
সরকার পক্ষে মামলা পরিচালনা কারী আইনজীবি অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি এ্যাডভোকেট জানান, মাদক মামলায় আদালত যে রায় দিয়েছেন তাতে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। সেই সাথে এ রায়ের মাধ্যমে একটা ম্যাসেজ দেয়া হলো মাদক ব্যবসা করে ধরা পড়লে শাস্তি ভোগ করতে হবে। অপরদিকে আসামী পক্ষের আইনজীবি শামীম আল মামুন এ্যাডভোকেট জানান আমার মক্কেল ন্যায় বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল দায়ের করবো।

কুড়িগ্র্রাম/ এনএন

বাংলাদেশ সময়: ১৯:৩৮:১৭   ৩৫৭ বার পঠিত  |         







আইন ও আদালত থেকে আরও...


অবসরের তিন বছরের মধ্যে সংসদ নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা
রংপুরে জেলা ও মহানগর বিএনপির সদস্য সচিবসহ ৫ জনের ১০ বছরের কারাদন্ড
রংপুরে হেরোইন রাখার দায়ে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
তারেকের ৯ ও জোবাইদার ৩ বছর কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধে ৪ জনের মৃত্যুদণ্ড



আর্কাইভ