ঢাকা    সোমবার, ২০ মে ২০২৪


প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

কলমাকান্দায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪


 কলমাকান্দায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

নেত্রকোনা: ” প্রাণি সম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কনিকা সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল-মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া প্রমূখ।

উক্ত অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী স্টল পরিদর্শন ও বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এনএন

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৫   ৭৬ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


কলমাকান্দার সীমান্তে বিরল প্রজাতির বনরুই উদ্ধার
যৌবন হারিয়ে যুব রাজনীতিতে এখন ভাটার টান
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি
নববধূর মৃত্যু নিয়ে ধ্রুমজাল, স্বজনদের দাবি হত্যা



আর্কাইভ