ঢাকা    বুধবার, ২২ মে ২০২৪


প্রচ্ছদ » ময়মনসিংহ » পাকা ধান মাঠে, তীব্র তাপদাহে নেই কাটার ধুম

পাকা ধান মাঠে, তীব্র তাপদাহে নেই কাটার ধুম


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪


পাকা ধান মাঠে, তীব্র তাপদাহে নেই কাটার ধুম

ময়মনসিংহ: ফুলপুরে টানা তীব্র তাপদাহে চরম ভোগান্তিতে রয়েছেন কৃষকরা।মাঠে পাকা ধান অথচ কাটার ধুম নেই।তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে।এতে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষীরা।তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক।

তীব্র গরমের মধ্যেই শুরু হয়েছে ধান কাটার মৌসুম।এই নিয়ে বিপাকে পড়তে হয়েছে কৃষকদের। অতিরিক্ত তাপে বোরো ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।

কৃষি বিভাগ বলছে, উপজেলাটিতে এ বছর ধানের ফলন ভালো হয়েছে।তবে এই ফসল কেটে তুলতে শ্রমিকের অভাবে সমস্যায় পড়ছেন কৃষকরা।

আর কৃষকরা বলছেন,দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।তাই বাড়তি পারিশ্রমিক দিয়েই ধান কেটে ঘরে তুলছেন অনেকে।তাদের দাবি,উৎপাদন খরচ বাড়ায় এবার লোকসানের মুখে পড়তে হবে।

এদিকে,তীব্র গরমে দুপুরে হলেই শহরের সড়কে তেমন একটা যানবাহন চোখে পড়ছে না।জীবন চালাতে হিমশিম খাচ্ছেন রিক্সা ও ভ্যানচালকরা। একান্ত প্রয়োজন ছাড়া দোকানিরাও ঝাঁপ খুলছেন না।

গরমে শ্রমিক সংকট থাকলেও কৃষকরা কষ্টে ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন। বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এনএন

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২২   ৫৪ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে নিলেন ননদের পরিবার
তারাকান্দায় এলজিইডির বাস্তবায়নে চলছে উন্নয়নের মহাযাত্রা
কলমাকান্দার সীমান্তে বিরল প্রজাতির বনরুই উদ্ধার
যৌবন হারিয়ে যুব রাজনীতিতে এখন ভাটার টান
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা



আর্কাইভ