ঢাকা    সোমবার, ২০ মে ২০২৪


প্রচ্ছদ » সাহিত্য » চোখ…….

চোখ…….


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারী ২০২৩


 ---

 

এক রকম চলন্ত বাসেই লাফিয়ে ওঠে বসার জায়গা না পেয়ে পেছন দিকে দাঁড়ালাম। এদিক সেদিক তাকাতেই এক জোড়া চোখ চোখে পড়লো। নিমিষে সে চোখ নামিয়ে নিলো। শুধু তাই নয় লজ্জাবতীর লতার মতো নেতিয়ে পড়লো সে।

কেনো এমন করলো বুঝতে পারলাম না। সে কি পূর্ব পরিচিত ! আমাকে চেনে? আমি কি তাকে চিনি? ভাবতে ভাবতে আর একবার তার দিকে তাকাতেই চোখে চোখ পড়ে গেলো। তার ডাগড় চোখ দু’টি মনের গভীরে পৌঁছে গেলো। আমার চোখ তার হৃদয় স্পর্শ করলো কিনা বোঝার চেষ্টা করতেই সে আবারো চোখ নামিয়ে নিলো। এ জন্যেই মনে হয় কবি নজরুল বলেছিলেন, ” চোখে এক কণা বালি পড়লে তার যে যন্ত্রণা, চোখে যার চোখ পড়েছে, তার যন্ত্রণা বুঝি অনুভূতির বাইরে।”

অমি যখন তার দিকে তাকাই তখন সে লজ্জাবতী লতার মতো নেতিয়ে পড়ে। আবার আমি অন্যদিকে তাকাতেই সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
চলে চোখের লুকোচুরি খেলা।

নিজেকে লুকোচুরি এবং লজ্জার হাত থেকে বাঁচাতে পকেট থেকে মোবাইল বের করে গেইম খেলতে থাকলাম। এক সময়ে খেলা শেষ করে ফিরে তাকিয়ে দেখলাম সে তাকিয়ে অছে। দ্রুত চোখ নামিয়ে নিয়ে লজ্জা ঢাকতে সে ব্যাগটা টেনে বুকের কাছে নিয়ে তাতে মাথা ঠেকিয়ে ঘুমানোর চেষ্টা করলো। না বেশি সময় থাকতে না পেরে আবারো তাকিয়ে দেখলো। তখন আমিও চোখ ফিরিয়ে নিলাম।

হেলপার বললো নামেন নামেন, গাড়ি ইস্টিশনে আইছে…..

লেখক: আখতার হোসেন খান

বাংলাদেশ সময়: ২৩:১২:২৫   ৬৬৯ বার পঠিত  |   







সাহিত্য থেকে আরও...


বেঁচে থাকলে ৭৭ বছরে পা রাখতেন গুণী অভিনেত্রী রোজী আফসারী
বই মেলায় সফুরউদ্দিন প্রভাতের নতুন বই “শূন্যতা পূরণ হবার নয়”
চোখ…….
ইউএস বাংলা সাহিত্য সম্মাননা পদক পেলেন এ্যাড. মহিউদ্দীন আহমেদ শাহীন
নাটকের বাতিঘর আলী যাকেরকে হারানোর এক বছর !! 



আর্কাইভ