ঢাকা    সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম


প্রচ্ছদ » অন্যান্য » শীতের এ সময়ে চাই ড্রাই শ্যাম্পু

শীতের এ সময়ে চাই ড্রাই শ্যাম্পু


নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩


শীতের এ সময়ে চাই ড্রাই শ্যাম্পু

শীতে অনেকেরই ঠান্ডা লেগে যায় বারবার শ্যাম্পু করলে। এই সমস্যা থেকে বাঁচতে মাঝে মাঝে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

এটি স্ক্যাল্পে থাকা তেল, ধুলো, ময়লা শুষে নেয়। তাই ড্রাই শ্যাম্পু লাগালে চুল খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর চুল হয়ে উঠবে পরিষ্কার। এটি তেল, ময়লা দূর করে চুল করে তোলে ঝলমলে।

ড্রাই শ্যাম্পু সব ধরনের চুলের জন্যই উপযোগী, এই শ্যাম্পু ব্যবহারের পর চুলের স্টাইলও করতে পারবেন পছন্দমতো।

যেভাবে ব্যবহার করবেন

• প্রথমে চুল ব্রাশ করে নিন

• স্প্রে বা পাউডার ড্রাই শ্যাম্পু ব্যবহারের সময় মাথা থেকে শ্যাম্পু কন্টেনার দূরে রাখুন

• আপনার পুরো চুল যদি তৈলাক্ত হয়ে যায়, চুলের লেন্থ ধরে এই শ্যাম্পু লাগাতে পারেন।

তবে যেহেতু চুলের গোড়ায় বেশি তেল জমে, তাই এই শ্যাম্পুও চুলের গোড়াতে লাগান, তবে খুব অল্প পরিমাণে।

• শ্যাম্পু লাগিয়ে অন্তত ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন, যতক্ষণ না তা চুলের গোড়ার তেল শুষে নিচ্ছে। আপনার চুল যদি বেশি তৈলাক্ত হয় তবে একটু বেশি সময় লাগবে।

• তারপর চুল আঁচড়ে ফেলুন। চিরুনি দিয়ে অতিরিক্ত পাউডার ঝরে যাবে। প্রয়োজনে আপনি হেয়ার ড্রায়ারও ব্যবহার করতে পারেন।

ট্রেসেমে ফ্রেশ স্টার্ট ড্রাই শ্যাম্পু, ডাভ ড্রাই শ্যাম্পু, বি ব্লান্ট ব্যাক টু লাইফ ড্রাই শ্যাম্পু বেশ জনপ্রিয়। তবে ড্রাই শ্যাম্পু সেভাবে প্রচলিত নয় আমাদের দেশে আসল পণ্য পেতে বড় শপিংমল আর জনপ্রিয় অনলাইন শপ থেকেও নিতে পারেন।

এনএন

বাংলাদেশ সময়: ১৩:২৩:০৭   ৩৪৩ বার পঠিত  |   







অন্যান্য থেকে আরও...


কুয়াকাটার পর্যটন ব্যবসায় দাবদাহের প্রভাব, বাতিল হচ্ছে বুকিং
ঈদের ছুটিতে কুয়াকাটা সৈকতে বাড়ছে পর্যটকের ভিড়
ঈদে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভীড়
আজ চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার
ঈদ-পরবর্তী ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কুয়াকাটা



আর্কাইভ