ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
শিরোনাম
ভোলা:মনপুরা দুই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১নং মনপুরা ইউনিয়নকে বিভক্ত করে নবসৃষ্ট নতুন ৫নং কলাতলী ইউনিয়ন করায় এই দুটি ইউনিয়নের ভোট গ্রহন ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমশিন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
নিবার্চন কমশিন সূত্রে জনাযায়, সারা বাংলাদেশে ছোট বড় ২৩৩টি নির্বাচন ৯ই মার্চ অনুষ্ঠিত হবে। তার ধারাবাহিকতায় মনপুরা উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ ও নবসৃষ্ট নতুন ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন।
তফসিল অনুযায়ী ১৩ই ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ। যাছাই-বাছাই ১৫ই ফেব্রুয়ারি,আফিল নিস্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি,প্রার্থীতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি ,প্রতিক বরাদ্ধ ২৩শে ফেব্রুয়ারি, ভোট গ্রহন ৯ মার্চ।
তফসিল ঘোষনার পর পরেই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে। কোন ইউনিয়নে কতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন এখনও তা জানা যায়নি।
এনএন
বাংলাদেশ সময়: ২২:৫২:১৬ ৬১২ বার পঠিত | ● ঘোষণা ● তফসিল ● মনপুরা