ঢাকা    সোমবার, ২০ মে ২০২৪


প্রচ্ছদ » রাজশাহী » শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমানে দুলাভাইয়ের আত্মহত্যা

শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমানে দুলাভাইয়ের আত্মহত্যা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে ২০২৪


 শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমানে দুলাভাইয়ের আত্মহত্যা

পাবনা: শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমানে বরের দুলাভাই আজিজুল প্রামাণিক (২৮) নামের এক ব্যক্তি কীটনাশক বিষপান করে আত্মহত্যা করেছে।
বুধবার (৮ মে) ভোররাতে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ওই গ্রামের তয়জাল প্রামাণিকের ছেলে এবং পেশায় সে দিনমজুর ছিলেন।

এলাকাবাসীর তথ্যে জানা যায়, গত সোমবার আজিজুল প্রামাণিকের স্যালকের বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়েতে সে কোলদারা হওয়ার দাওয়াত পাননি। আর এজন্য সে তার পরিবারের সকল সদস্যদের মঙ্গলবারের বৌভাতের অনুষ্ঠানে যেতে বারন করে। তার বারন না শুনে তার বউ সহ বাবা মা সবাই বৌ ভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাওয়ায় সে ভীষণ ক্ষীপ্ত হয় তাদের উপর। এরই সূত্র ধরে সে তার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্কের জেরে বুধবার ভোর রাতে সে কীটনাশক পানে আত্মহত্যা করে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এনএন

বাংলাদেশ সময়: ২২:২১:৫৪   ৬৬ বার পঠিত  |







রাজশাহী থেকে আরও...


ধর্ষণের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাটমোহরে যুবলীগ নেতাকে কোপাল দুর্বত্তরা
জমজ ২ বোনকে হাতুড়ী দিয়ে পিটানোর ঘটনায় আটক ১
স্কুল ছুটি দিয়ে শিক্ষক কর্মচারী নিয়ে দাওয়াত গেলেন প্রধান শিক্ষক!
সুজানগরে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ



আর্কাইভ