ঢাকা    সোমবার, ২০ মে ২০২৪


প্রচ্ছদ » অন্যান্য » জার্মানির মিউনিখ আ’লীগের নতুন কমিটি গঠন

জার্মানির মিউনিখ আ’লীগের নতুন কমিটি গঠন


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: বুধবার, ৩ মে ২০২৩


 জার্মানির মিউনিখ আ’লীগের নতুন কমিটি গঠন
জার্মানের মিউনিখ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো.মুরাদ মাহামুদ বেপারী ও সাধারণ সম্পাদক হয়েছেন মো.কামাল বেপারী।
জার্মানির মিউনিখ শহরে ৩০ এপ্রিল গত রোববার একটি মিলনায়তনে জার্মান আওয়ামী লীগ মিউনিখ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মিউনিখ আওয়ামী লীগের সভাপতি মুরাদ মাহামুদ বেপারী। জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া ও মিউনিখ আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মো.কামাল বেপারী’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের বিল্পবী সাধারণ-সম্পাদক মো. মোবারক আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও যুগ্ম সাধারণ-সম্পাদক নুরে আলম সিদ্দিকী রুবেল।
আরও বক্তব্য রাখেন- ফরিদ মিয়া, কামাল মিয়া, আবুল খায়ের মিয়া, লিটন বেপারী, জহিরুল হক, শিশির আহমেদ, রুমানা আক্তার, সূর্য কান্ত ঘোষ, বাপ্পি তালুকদার, শেখ রেদোয়ান, লিখন খান ও জার্মান সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আউয়াল খান প্রমুখ।
এ সময়ে সম্মলনে বক্তারা জাতির পিতার জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান উপস্থিত সবাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান মিউনিখ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে মুরাদ মাহামুদ বেপারী ও সাধারণ সম্পাদক হিসেবে কামাল বেপারীর নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সেরাকণ্ঠ তারকা এসএম লুৎফর রহমান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সেজুতী।
উল্লেখ্য জার্মান মিউনিখ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের কৃতি সন্তান মো.মুরাদ মাহামুদ বেপারী। তিনি ঝনকি গ্রামের মরহুম তোতা বেপারি’র সন্তান। এছাড়াও তিনি নিজ গ্রামে জামিআ এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি।তার পিতা ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য।
ঢাকা/এনএন

বাংলাদেশ সময়: ২২:১৪:১৭   ৫০৮ বার পঠিত  |         







অন্যান্য থেকে আরও...


কুয়াকাটার পর্যটন ব্যবসায় দাবদাহের প্রভাব, বাতিল হচ্ছে বুকিং
ঈদের ছুটিতে কুয়াকাটা সৈকতে বাড়ছে পর্যটকের ভিড়
ঈদে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভীড়
আজ চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার
ঈদ-পরবর্তী ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কুয়াকাটা



আর্কাইভ