ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
![]()
ফরিদপুর: ভাঙ্গায় জামাই বাড়ীতে বেড়াতে এসে শাশুড়ী কুলসুম বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী তারাইল গ্রামের কালু মাতুব্বরের স্ত্রী।
ঘারুয়া ইউনিয়নের সাবেক সদস্য ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন আগে তার বাড়িতে বেড়াতে আসেন কুলসুম বেগম। কুলসুম বেগম সম্পর্কে তার বিয়াইন হয়। মঙ্গলবার দুপুরে বাড়ীর অন্যান্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায়, রান্নাঘরে থাকা বিদ্যুতায়িত হয়ে পড়া ঘাসকাটা যন্ত্রের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে মারা যান।
পরে পরিবারের সদস্যরা এসে তার হাত পা পোড়া অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধারের পর ঈশ্বরদী তারাইল গ্রামে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় দুইটি পরিবার ও গ্রামে শোকের মাতম চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৪৯:৩২ ১৭৩ বার পঠিত | ● ভাঙ্গা ● মৃত্যু