ঢাকা    রবিবার, ২০ জুলাই ২০২৫
শিরোনাম
আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আমতলীতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হাতিয়ায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা নবীনগরে হোপের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত কলাপাড়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সবুজ হত্যার প্রধান আসামিসহ আটক ২ হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও কলাপাড়ায় উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল জীবিত ইলিশ কলাপাড়ায় গৃহবধুর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না:সরফুদ্দিন আহম্মেদ সান্টু

ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না:সরফুদ্দিন আহম্মেদ সান্টু


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


 ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না:সরফুদ্দিন আহম্মেদ সান্টু

 

উজিরপুর: এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেছেন ৫ আগষ্টের পর কতপিয় নেতাকর্মীরা নানা ধরনের অনতৈকি র্কমকান্ডে জড়েিয় দলরে ভাবর্মূতি নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। ব্যাক্তির অপর্কমের দায় দল নিবে না তিনি ১৩ মার্চ বৃহস্পতিবার এক লিখিত বার্তায় বলেন, প্রিয় নেতাকর্মী আপনারা সবাই অবগত আছেন যে আমি বশে কছিু দনি যাবৎ শাররিীকভাবে অসুস্থ।

যে কারণে গত ২৭ ফেব্রুয়ারী ঢাকায় দলীয় কাউন্সিল শেষ করে ২৮ ফেব্রুয়ারী সকালে চিকিৎসার জন্য আমি মালয়শিয়া চলে আসি গত ২ মার্চ হাসপাতালে র্ভতি হয়ে বিভিন্ন টস্টে করার পরে জানতে পারি আমার নিউমোনিয়া হয়েছে যেহেতেু আগে থকেইে আমার ফুসফুসরে অপারশেন করা, কডিনেিত সমস্যা এবং এলাকায় দিন রাত একাকার করে দলের ঘন ঘন প্রোগ্রামে অংশ নেয়ায় ঠান্ডা লাগার কারণে নিউমোনিয়া হয়েছে , সব কছিু মিলিয়ে এখনো আমি হাসপাতালে আছি। এমতাবস্থায়, আপনাদরে সকলরে জন্য আমার একটি বিশেষ বক্তব্য হলো - আমি বারবার আপনাদরে সর্তক করার পরেও বিভিন্ন সূত্র থেেক যে সকল খবরা খবর পাচ্ছি তার উপর ভিত্তি করে এই শেষ বাররে মতো আপনাদরেকে একটা অনুরোধ করতে চাই।

অনুরোধটা হলো-৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে আপনারা যারা ভাবছনে আপনারা ক্ষমতায় যা ইচ্ছা তাই করছেন এবং করবেন তাদের অনেকের নামের তালিকা ইতোমধ্যে র্বতমান সরকাররে কাছে পৌঁছে গেছে । আমাকে পুলশি প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহনিীর বিভিন মহল জানয়িছেন আপনাদরে নামের তালিকার কথা। আমি বারবার আপনাদরে সবাইকে বলেছি এবং বুঝানোর চষ্টো করেছি। আপনাদরে মধ্যে এখনো হয়তো গুটি কয়েক নেতার্কমী আছেন। যারা অবৈধ র্কাযকলাপরে সাথে জড়িত, তারা যদি এখনো নিজেদেরকে শোধরাতে না পারলে আর অবধৈ চাঁদাবাজি দখল বাজী এসব কিছু বন্ধ না করেন তাহলে আগামীতে তাদের বিপদ অবধারিত এবং সে ক্ষেত্রে আমি তাদের কোন প্রকার সাহায্য সহযোগতিা করতে পারবো না বরং দলের হাই কমান্ডকে সাথে নিয়ে দলীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো আমি অর্থ বির্ত্তির জন্য রাজনীতি করি না। রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষরে জন্য। যেমনটা করেছেন আমাদের নেতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, যেমনটা করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

নেতাকর্মীদের তিনি আরো বলেন, দলের ভারপ্রপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক রাজনীতি করেন তা না পারলে রাজনীতি ছেড়ে দিয়ে ঘওে উঠুন। দলকে কলুষিত করবনে না। দলের বদনাম হয় এমন কাজ কেউ করবেন না আমি কখনো ফইেসবুক ব্যবহার করি না আর ফেইজবুকে কিছু লিখিও না। আপনারা যারা ফেইজবুকে স্ট্যাটাস দেন ,চেয়ারম্যান- মেম্বর পদে নমিনেশন বাণজ্যি করার ধান্দা করেন, চাঁদাবাজী দখল বাজীতে ব্যাস্ত থাকেন তারা দলের শত্রু জনগনের শত্রু। তাদেরকে আমি সাবধান করতেছি আপনারা অবৈধ র্কাযকলাপ থেকে বিরত থাকুন। তা না হলে আমি তাদের নামের তালিকা সেন্ট্রালে পাঠাবো এবং সাংগঠনিক বিধি মোতাবকে দল থেকে বহিস্কার করার ব্যবস্থা করাবো ইনশাআল্লাহ। এতে আর যাই হোক, দলরে ভাবর্মূতি অক্ষুন্ন থাকবে।

গত ৬/৭ মাস ধরে আমি নিয়মিত এলাকায় অবস্থান করছি। আপনারা কী করেন আর আমি কী করি সবই আপনাদের কাছে পরিস্কার। আমি গত ১৯৯৩ সাল থেেক সরাসরি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত এবং ২০০৮ সাল থেকে আপনাদের সাথে মাঠের রাজনীতির সাথে জড়িত। ২০০৮ সাল থেকে এ যাবৎ দলীয় নেতাকর্মীদের মামলা- মোকদ্দমা, আপদ-বিপদ, বিয়ে সাদী, অসুখ-বিসুখ এবং দলীয় ছোট-বড় সব অনুষ্ঠানে আমার পকেটের টাকা খরচ করেছি একাতরে।

অতএব,আমি আশা করি এবং অনুরোধ করে বলছি-আগামী জাতীয় নির্বাচন হবে অনেক কঠিন তাই আপনারা আমার হাতে হাত মিলিয়ে বরিশাল -২ আসনে উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপি’র সকল স্থরের নেতাকর্মীরা কাজ করবেন।সাধারণ মানুষরে মন জয় করুন। সাধারণ মানুষরে পাশে দাঁড়ান। দলরে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলুন। বিভেদ ভুলে দলরে মধ্যে কঠিন ঐক্য গড়ে তুলুন। ভালো ভালো কাজ করে দলরে ভাবর্মূতি উজ্জ্বল করুন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:৫৬:০১   ১০১ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


আমতলীতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত
কলাপাড়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সবুজ হত্যার প্রধান আসামিসহ আটক ২
কলাপাড়ায় উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল জীবিত ইলিশ
মনপুরায় জুলাই শহীদদের স্মরনে বৃক্ষ রোপন ও দোয়া মোনাজাত
লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ



আর্কাইভ