ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
শিরোনাম
হবিগঞ্জ: নবীগঞ্জ থানা পুলিশ ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে দুই ছাত্রলীগ সভাপতিকে নবীগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শাহ ফয়সল তালুকদার (৩৮) ও শুক্রবার দুপুরে দীঘলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজু আহমদ(২৯)কে গ্রেফতার করেছে। ধৃত ফয়সল তালুকদার পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে ও সাজু আহমদ কামারগাঁও গ্রামের মৃত সোনাফর মিয়ার পুত্র পরে পুলিশ তাদেরকে নাশকতার মামলায় জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ সুত্রে জানাযায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই সুমন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নবীগঞ্জ থানায় দায়েরী নাশকতার মামলা নং ১৫, তারিখ-১৯-০২-২০২৫ইং মামলার সন্দিগ্ধ আসামী শাহ ফয়সল তালুকদার’কে শহরের খালেক মঞ্জিল এর সামনে হতে ও শুক্রবার দুপুরে নবীগঞ্জ শহর থেকে দীঘলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজু আহমদ(২৯)কে গ্রেফতার করেছে গ্রেফতার করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:০৩:৩৭ ২৯ বার পঠিত | ● গ্রেপ্তার ● ছাত্রলীগ ● দুই সভাপতি ● নবীগঞ্জ