ঢাকা    বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় উপজেলা বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

কলাপাড়ায় উপজেলা বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


 

কলাপাড়ায় উপজেলা বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

পটুয়াখালী: কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কলাপাড়া উপজেলা, পৌর শাখা ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বাংলা নববর্ষ-১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পহেলা বৈশাখকে উৎসবমুখর করতে বিভিন্ন রঙের পোশাক, ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্রের ব্যবহারে গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে শোভাযাত্রাটি আরও প্রানবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

তিনি বলেন, “নববর্ষ আমাদের বাঙালিয়ানার ঐতিহ্য। এই দিনে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই। বিএনপি সবসময় এ দেশের সংস্কৃতি ও গণতান্ত্রিক অধিকারকে শ্রদ্ধা করে। আমরা চাই শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতিও সহমর্মিতা জানান।

এল/আর

বাংলাদেশ সময়: ১৬:৫৬:০১   ৮১ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


পটুয়াখালীতে গার্ডার সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের লালমোহন উপজেলার কমিটি গঠন
চাঁদা না পেয়ে প্রবাসী স্ত্রীকে কু-প্রস্তাব, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
আগৈলঝাড়ায় গুলিতে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন
পানিতে ডুবে শিশু মৃত্যুর কারণ ও প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক সভা



আর্কাইভ