ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫
শিরোনাম
পটুয়াখালী: সামনে জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে পটুয়াখালী -২ আসন বাউফলে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা সপ্তাহকাল ব্যাপী দলীয় নেতা কর্মীদের নিয়ে সামাজিক,সাংস্কৃতিক,ও দলীয় অফিস উদ্বোধন নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। তবে এ উপজেলায় বিএনপির সম্ভাব্য চারজন নির্বাচনী প্রাথী মাঠে নিজ অনুসারী নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়ালেও তৃণমুলে দেখা দিয়েছে দলীয় কোন্দলের আভাস।
কিন্তু এ ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ঢাকা দক্ষিনের সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদ বিকল্প চমক দেখিয়েছেন। তিনি ১১টি গরু জবাই করে প্রায় দেড় হাজার গরীব,ও অসহায় মানুষের মধ্যে বিতরন করেন।এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ১৫-২০টি অনুষ্ঠান ও বেশ কয়েকটি ইউনিয়নের হাট,বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ছাত্র ও তারুণ্যে সমাবেশে সংবধনার লিফলেট বিতরন এবং গনসংযোগ করেন।
মঙ্গলবার সকালে বাউফল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ অনুষ্টান করেন। প্রাইমারী বিদ্যালয় থেকে প্রথম থেকে ৯বম এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে ১০ম পর্যন্ত ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী পরিবেশ তৈয়রীর নামে ডকুমেন্টারি অনুষ্ঠানে পরিচালনা শেষে শিক্ষার্থীদের হাতে নোটপ্যাড,ব্যাগ,নারীদের হিজাব,পুরুষের গেঞ্জি,কলম,বই,তুলে দেন। এতে আগত অভিভাবকদের মধ্যে তিনি প্রশংসা কুড়িয়েছেন।এ দিকে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন,৩টি গরু জবাই করে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিতরন শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেশ কয়েকটি ইউনিয়নে সো ডাউন করে।
পরে তিনি ধুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুট বল টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। বিএনপির জাতীয় কমিটির সদস্য একেএম ইন্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার নিজ অনুসার দলীয় নেতাকর্মীদের নিয়ে হাট বাজারে শো ডাউন করেন। অপর দিকে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার নিজ অনুসারিদের নিয়ে বেশ কয়েকটি বাজারে গনসংযোগ করেন। এদিকে বিএনপি কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক মিজানুররহমান লিটু,উপজেলা কৃষকদল নিয়ে সোডাউন করে নিজেকে জানান দেন।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৩:৩৯:৪৮ ২৭৫ বার পঠিত | ● গনসংযোগ ● নির্বাচনী ● বাউফল