ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম
পিরোজপুর: কাউখালী উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামের কৃষক ছায়েদুর রহমানের প্রায় দেড় লক্ষাধিক টাকার সবজি রাতে বিনষ্ট করে দিলেন দুর্বৃত্তরা।
কৃষক সাইদুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে কে বা কাহারা তার প্রায় ৫০ শতাংশ জায়গায় বেগুন, ঝিঙ্গা, ধুন্দল, চাল কুমড়া, মরিচসহ বিভিন্ন প্রকারের শাক দুর্বৃত্তরা বিনষ্ট করে ফেলেছে। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
স্থানীয় ইউপি সদস্য আজম আলী খান জানান, বিষয়টি খুবই দুঃখজনক কে বা কাহারা রাতের আঁধারে সবজিগুলো কেটেছে। কৃষক সাইদুর রহমান ঐ সবজি বিক্রি করে সংসার পরিচালনা করতে। কৃষক সাইদুর রহমান এখন দিশেহারা।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অনাবাদি জমিতে আমরা কৃষকদের ফসলের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি। যদি কৃষকদের নিরাপত্তা না পায় তাহলে কৃষকরা কৃষি কাজে উৎস হারিয়ে ফেলবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ২০:০৫:০৫ ৪২ বার পঠিত | ● কাউখালী ● পিরোজপুর