ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫
শিরোনাম
চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরী এলাকায় ‘যুব উন্নয়ন পরিষদ’র উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি চিকিৎসা, নাক ও কর্ণ ছেদন ক্যাম্প-২০২৫।
গতকাল সকাল ৯টা থেকে জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে প্রায় ২০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ২৫০ জনেরও বেশি কন্যাশিশু ও নারীর নাক ও কর্ণ ছেদন (নাক-কান ফুটো) সম্পন্ন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক ও চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে ক্যাম্পটি সম্পন্ন হয়।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী জহির নূর ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ।
দুপুরের পরপরই অনুষ্ঠিত হয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। জামিরজুরী গ্রামের ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র। এই উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহের নতুন দিগন্ত খুলে দেয়।
অনুষ্ঠানের শেষ অংশে আয়োজন করা হয় মাদক ও বখাটে বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বাক্ষর প্রদান করেন। এই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকবৃন্দ।
জামিরজুরী যুব উন্নয়ন পরিষদের সারাদিন ব্যাপী কর্মসূচিতে মাষ্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিযা উপজেলার শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী জহির নূর, সমাজ সেবক মোহাম্মদ আবু সায়েম, জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সিরাজ উদ্দিন আল কাদেরী, উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান আলমগীর, কাজী শাহেদ নূর, কাজী আব্দুল মোমেন লাভলু, মোহাম্মদ কামাল উদ্দিন, এডভোকেট আরিফুজ্জমান, মোহাম্মদ জসিম উদ্দিন, আরো উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুর রহমান, সংগঠনের সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ।
আফ/আর
বাংলাদেশ সময়: ২০:১০:২৮ ৪১ বার পঠিত | ● চট্টগ্রাম ● চন্দনাইশ