ঢাকা    রবিবার, ২০ জুলাই ২০২৫
শিরোনাম
আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আমতলীতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হাতিয়ায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা নবীনগরে হোপের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত কলাপাড়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সবুজ হত্যার প্রধান আসামিসহ আটক ২ হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও কলাপাড়ায় উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল জীবিত ইলিশ কলাপাড়ায় গৃহবধুর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে গণপিটুনি: হামলাকারী ৬ জন গ্রেফতার!

ভূঞাপুরে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে গণপিটুনি: হামলাকারী ৬ জন গ্রেফতার!


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


ভূঞাপুরে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে গণপিটুনি: হামলাকারী ৬ জন গ্রেফতার!

টাঙ্গাইল: ভূঞাপুরে জায়গা-জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে মোঃ আঃ মালেক (৫৫) নামে এক ব্যক্তি প্রকাশ্যে গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনায় গ্রেফতারও হয়েছেন ৬জন।

ঘটনাটি ঘটে (১২ জুন ২০২৫) বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টায় ভূঞাপুর পৌরসভার নতুন কাঁচা বাজার এলাকায়। পরে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্য ও জনগণের হস্তক্ষেপে মালেক প্রাণে রক্ষা পান।

ভুক্তভোগী মোঃ আঃ মালেক ঘাটাইল উপজেলার মনোহরা গ্রামের মৃত এছাক আলীর ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন, ভূঞাপুরের বাহাদীপুর গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে ইলিয়াস জামান (৪০), ঘাটাইলের আথাইল শিমুল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আজগর বাকা (৪০) ও তার ছেলে সজিব (২১), মৃত মোহাম্মদ আলীর ছেলে আ: ছামাদ (৪০), ছামাদের ছেলে ইকন (২০) ও মফিজের ছেলে রহিম (২০)।

এছাড়াও পলাতক রয়েছেন, ঘাটাইলের আথাইল শিমুল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে বারেক (৪০) ও আকাব্বর আকা (৫০), আকাব্বর আকার ছেলে রেজাউল (২৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ (৫০) সহ অজ্ঞাত আরো ৫-৭ জন।

ভূঞাপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মালেকের সঙ্গে একই এলাকার আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাড়ির জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা কোনো প্রকার সমঝোতায় আসেনি। বরং প্রতিপক্ষরা পূর্বপরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার বিকেলে ভূঞাপুর নতুন কাঁচা বাজারে জাম কেনার সময় মালেক মন্ডলকে অতর্কিত ভাবে হামলা করে ।

এক পর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি ইবরাহীম খাঁ সরকারি কলেজের দিকে দৌড় দেন। তখন হামলাকারীরা ‘মোবাইল চোর’ বলে চিৎকার করে পিছু নিয়ে কলেজ মাঠের সামনে গিয়ে আবারও মালেক মন্ডলকে ধরে মারধর শুরু করে। পরে কলেজ চত্বরের লোকজন সহ সেনা ক্যাম্পের সদস্যরা মালেককে উদ্ধার করে ও ২ জন হামলাকারীকে আটক করে ভূঞাপুর থানায় প্রেরণ করেন।

এসময় বাকী হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও মালেকের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ আরো ৪ জনকে ধরতে সক্ষম হয়। এতে মোট ৬ জন কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভূক্তভোগী মালেক মন্ডল বলেন, আমি বিকেলে বাজারে বাচ্চাদের জন্য জাম কিনতে গিয়েছিলাম। কেনার এক পর্যায়ে হঠাৎ ইলিয়াস কিছু জাম হাতে নিয়ে অতর্কিত ভাবে আমার মুখ চেপে ধরে ও আজগর বাকা বলেন “শালার পুতেরে শেষ করে দে।” তখন তাদের সাথে থাকা অন্যরা দলবদ্ধ ভাবে আমার উপর হামলা করে। পরে কৌশলে দৌড়ে পালিয়ে কলেজের দিকে গেলে সেখানেও আবার আমাকে “মোবাইল চোর” অপবাদ দিয়ে গণপিটুনি দেয়। সেই সময় মাঠে থাকা সেনা সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তবে সেনা সদস্যরা ইলিয়াস ও আজগর বাকাকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় ভূঞাপুর থানায় ১টি মামলা করেছি।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, ঘটনাটি খুবই নেক্কারজনক। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৪৭   ২৪ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
বোয়ালমারীতে সদ্য প্রয়াত বিএনপির সভাপতির স্মরণ সভা
কালীগঞ্জে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
যমুনা রেলসেতুতে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না যাত্রীরা



আর্কাইভ