ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম
বরিশাল: উজিরপুর উপজেলার ৯টি উন্নায়ন প্রকল্প ও অর্থ সামাজিক উন্নায়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন সোমবার (২৪মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজার আযোজনে তিনি প্রধান অতিথি হিসাবে উপজেলার ৯টি প্রকল্পর মধ্যে এডিপি ইউডিএফ,গুরুত্বপূর্ন নগর অবকাঠমো উন্নায়ন প্রকল্পও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে গ্রামিণ মাটির রাস্তা টেকসইকরন হেরিংবন উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ ছাড়াও তিান উজিরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে সরোজমিনে বিভিন্ন প্রকল্প’র কাজ পরিদর্শন করেন এসময় উপস্তিত ছিলেন পৌর বিএনপির আহবাবাক শহিদুল ইসলাম খান সদেস্য সচিব রোকনুজ্জামান টুলু ,সোহেল হাওলাদার প্রমূখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৪:২৪ ৪৮ বার পঠিত | ● উজিরপুর ● জেলা প্রশাসক ● বরিশাল