ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫
শিরোনাম
ঝালকাঠি: কাঁঠালিয়ায় হাঁস চুরির অপবাদ দেওয়ার ঘটনায় সংঘর্সে পিতা পুত্রসহ উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছে। আজ সোববার (১৯ মে) বিকেলে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে দিন মজুর হানিফ হাওলাদার (৬০) তার ছেলে মামুন হাওলাদার (২৫) রাসেল হাওলাদার (৪৪) তার ছেলে রায়হান হাওলাদার (১৯) বাবুল হাওলাদার (৬৬) অপর পক্ষের আইউব আলী (২৫) তার শ্যালক কলেজ ছাত্র আরিফ হোসেন (২০) খাদিজা বেগম (৪০) তাম্মি আক্তার (১৮) ও রফিক হাওলাদার (২৬) ।
এর মধ্যে গুরুতর আহত হানিফ হাওলাদার ও আইউব আলীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের সেলিম হাওলাদারের সাথে একই বাড়ীর হানিফ হাওলাদারের সাথে পারিবারিক ও বিভিন্ন বিষয়ে দ্ধন্ধ চলছে। সম্প্রতি সেলিমের স্ত্রী খাদিজা বেগমের তিনটি হাঁস পাওয়া যাচ্ছিল না। খাদিজার ধারনা হানিফ তার হাঁস চুরি করেছে। এনিয়ে সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক এক পর্যায় সংঘর্সের ঘটনা ঘটে।
আহত হানিফ হাওলাদারের স্বজন আহত বাবুল হাওলাদার জানান, সেলিমের স্ত্রী খাদিজা বেগমের তিনটি হাঁস পার্শ্ববর্তী হিন্দু বাড়ীর লোকজন ধরেছে। শক্রতার আক্রোশে হানিফকে হাঁস চোর বলছে খাদিজা বেগম।
খাদিজা বেগম জানান, গত শুক্রবার আমার মুরগী হানিফের বাগানে গেলে হানিফ বিভিন্ন ধরনের গালিগালাজ করে ও জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে, বিবাদীরা এতে ক্ষিপ্ত হয়ে আজ সোমবার আমার ছেলে মেয়ে ও জামাইকে কুপিয়ে জখম করে।
থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২১:৫২ ৯৫ বার পঠিত | ● আহত ● কাঁঠালিয়া ● সংঘর্ষ