ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫
শিরোনাম
পিরোজপুর: কাউখালী উপজেলার আমরাজুরী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার আমরাজুরী ইউনিয়নের পূর্ব আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের শুভ সূচনা হয়। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির।
পরে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান চান, শেখ হাসানুল কবির লিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত আলী তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য শাফিউল আজম (ভিপি দুলাল), শাহ ইমরান ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি করতে বুকের পাটা লাগে। সাহসী বাংলাদেশিরাই বিএনপি করে। দীর্ঘ ১৭ বছর নির্যাতিত হয়েও বিএনপি পালিয়ে যাইনি। কিন্তু আওয়ামী লীগ নেতা-কর্মীদের রেখেই পালিয়ে গেছে। সবসময় খেয়াল রাখবেন কোন হাইব্রিড কুচক্র মহল যেন কমিটিতে ঢুকতে না পারে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর গণের সর্ব সম্মতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৪ ৩৩ বার পঠিত | ● ইউনিয়ন বিএনপির ● কাউখালী ● সম্মেলন