ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
![]()
ভোলা: নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নির্বাচন নিয়ে অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্য স্পষ্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত। আর নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তবর্তীকালীন সরকার শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।
সোমবার দুপুরে ভোলার চরফ্যাসনের কোটি টাকা ব্যায়ে বেতুয়া নদীবন্দরে নবনির্মিত তিনতলা টার্মিনাল ভবনের উদ্বোধণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি। ঢাকার সাথে চরফ্যাসনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌ-পথ। এখানকার মানুষের নৌ-পথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি।
এ টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল ইস্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল ইস্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথেও চলবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ টিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন ও সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান প্রমুখ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
পরে বিকেলে উপদেষ্টা সাখাওয়াত হোসেন চরফ্যাসনের নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধন করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৫৫:০৬ ৪০১ বার পঠিত | ● উদ্বোধন ● উপদেষ্টা ● চরফ্যাসন ● নৌ-পরিবহন ● বন্দর