ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু কালীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী মিছিল নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তারাকান্দায় কামারগাও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন হাওর পাড়ের মানুষের টিকে থাকার জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা হবে: আনিসুল হক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল উলিপুরে ইএসডিওর সীডস প্রকল্পের সভা ৬৫ বছরে প্রথম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করালেন আজিজুল বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুর্ণ বিবেচানার জন্য সংবাদ সম্মেলন হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে কিস্তির টাকা পরিশোধ না করায় দু’পক্ষে মারামারি

রাজারহাটে কিস্তির টাকা পরিশোধ না করায় দু’পক্ষে মারামারি


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


রাজারহাটে কিস্তির টাকা পরিশোধ না করায় দু’পক্ষে মারামারি

কুড়িগ্রাম: রাজারহাটে এসকেএস এনজিও’র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় এনজিও’টির এরিয়া ম্যানেজার সহ উভয় পক্ষে ২জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঋণ গ্রহিতা শহিদুল ইসলাম বলেন,চলতি বছর আমি এসকেএস নামের এনজিও থেকে ৪৮হাজার টাকা ঋণ গ্রহণ করি। বর্তমানে কার্তিক মাসে কাজকর্ম না থাকায় আমি এই মাসের চারটি কিস্তির টাকা পরিশোধ করতে পারি নাই। অফিসে এরিয়া ম্যানেজারের দেখা করে আরও এক মাস সময় চেয়েছিলাম সব টাকা পরিশোধের জন্য।

তবে শুক্রবার ওই এনজিও’র তিনজন কর্মী এবং পরে এরিয়া ম্যানেজার দলবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করে। আমি সময়ের কথা বললে,তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমন করে। এসময় আমার এক জ্যাঠাতো ভাই হাফিজুর রহমান আমাকে উদ্ধার করতে আসলে তার উপরও হামলা চালায় এনজিও’র লোকজন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম উপজেলা সদরের মেকুরটারী গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

এসকেএস এনজিও’র এরিয়া ম্যানেজার লিটন মহালদার বলেন,আমার কর্মীরা শহিদুলের বাড়িতে গিয়ে কিস্তির টাকা চাওয়ায় শহিদুল সহ তার লোকজন আমাদের কর্মীদেরকে মারধর করে আটকিয়ে রাখে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও তারা কিল,ঘুষি,চর মারে এবং চেয়ার দিয়ে মুখে বারি দেয়। বর্তমানে আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছি।

এদিকে ঘটনার পর এলাকাবাসী এনজিওটি’র সামনে জড়ো হয়ে ওই জড়িত এনজিও কর্মীদের বিচার দাবি করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এনজিও’র লোকজনদের সরিয়ে দিয়েছেন। তবে সন্ধ্যা পর্যন্ত এঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৩:৩৮   ২৬৬ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


উলিপুরে ইএসডিওর সীডস প্রকল্পের সভা
৬৫ বছরে প্রথম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করালেন আজিজুল
নীলফামারী-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম রাজু
উলিপুরে বিদেশ পাঠানো প্রতারনা ও শাস্তির দাবিতে মানববন্ধন
উলিপুরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির প্রার্থীর মোটরসাইকেল শোডাউন



আর্কাইভ