ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
![]()
কুড়িগ্রাম: রাজারহাটে এসকেএস এনজিও’র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় এনজিও’টির এরিয়া ম্যানেজার সহ উভয় পক্ষে ২জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঋণ গ্রহিতা শহিদুল ইসলাম বলেন,চলতি বছর আমি এসকেএস নামের এনজিও থেকে ৪৮হাজার টাকা ঋণ গ্রহণ করি। বর্তমানে কার্তিক মাসে কাজকর্ম না থাকায় আমি এই মাসের চারটি কিস্তির টাকা পরিশোধ করতে পারি নাই। অফিসে এরিয়া ম্যানেজারের দেখা করে আরও এক মাস সময় চেয়েছিলাম সব টাকা পরিশোধের জন্য।
তবে শুক্রবার ওই এনজিও’র তিনজন কর্মী এবং পরে এরিয়া ম্যানেজার দলবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করে। আমি সময়ের কথা বললে,তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমন করে। এসময় আমার এক জ্যাঠাতো ভাই হাফিজুর রহমান আমাকে উদ্ধার করতে আসলে তার উপরও হামলা চালায় এনজিও’র লোকজন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম উপজেলা সদরের মেকুরটারী গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
এসকেএস এনজিও’র এরিয়া ম্যানেজার লিটন মহালদার বলেন,আমার কর্মীরা শহিদুলের বাড়িতে গিয়ে কিস্তির টাকা চাওয়ায় শহিদুল সহ তার লোকজন আমাদের কর্মীদেরকে মারধর করে আটকিয়ে রাখে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও তারা কিল,ঘুষি,চর মারে এবং চেয়ার দিয়ে মুখে বারি দেয়। বর্তমানে আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছি।
এদিকে ঘটনার পর এলাকাবাসী এনজিওটি’র সামনে জড়ো হয়ে ওই জড়িত এনজিও কর্মীদের বিচার দাবি করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এনজিও’র লোকজনদের সরিয়ে দিয়েছেন। তবে সন্ধ্যা পর্যন্ত এঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেননি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৩:৩৮ ২৬৬ বার পঠিত | ● কিস্তি ● টাকা ● পরিশোধ ● মারামারি ● রাজারহাট