ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম
ঢাকা: নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। এ সময়ে তাদের দখল থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বরিশাল জেলার কোতয়ালী থানার তালতলী সায়েস্তাবাদ বাজার এলাকার আ. জব্বার @কালু মিয়ার ছেলে সেন্টু বিশ্বাস(৩১) বর্তমানে কামরাঙ্গীচর থানার জন্নাতবাগ মিয়াবাড়ি এলাকায়(ওয়াজ উদ্দিন স্কুলের পাশে) ভাড়া থাকে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার সেবকদাস গ্রামের আবেদ আলীর ছেলে মো.ওমর ফারুক(২৭) বর্তমানে বর্তমানে কামরাঙ্গীচর থানার আল মদিনা গলির (সাহাবুদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার চাষাড়া মাসডাইল এলাকার মো.আবু তাহেরের ছেলে মো.রনি মিয়া(৩২) বর্তমানে ঢাকার মোহাম্মদপুর থানার উদ্দ্যানের পাশে শ্যামলী হাউজিং ৩নং রোড়ে জাহাঙ্গীর এর বাড়ীর ভাড়াটিয়া।
দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.আশরাফুল আলম শুক্রবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, গত ২৭ ফেব্রেুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের এস আই মো.আব্দুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স ও যৌথ বাহিনীর টহল টিম চলাকালে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর তেলের পাম্প এলাকার অদুরে নবাবগঞ্জ টু ঢাকা রোডের পার্শ্বে নির্জন স্থানে কতিপয় ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করেন। এ সময়ে ডাকাতদল পুলিশ ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তিন ডাকাতকে আটক করেন।
আটককালে ঘটনাস্থলে ডাকাতদলের ব্যবহৃত ১টি ১.৫ টনের ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ন-২০-৯৫২৬-তে তল্লাশি করিয়া ডাকাতির উদ্দেশ্য ব্যবহৃত দুই হাতল বিশিষ্ট ৩৬ ইঞ্চি লম্বা লোহার তৈরী কাটার মেশিন, ১ টি ১.৫ ইঞ্চি ব্যাসের লম্বা প্লাষ্টিক পাইপ, ১টি বড় হ্যাক্সো ফ্রেম ও ৫টি লম্বা হ্যাক্সো ব্লেড, ৪টি লম্বা ছোট-বড় সাইজের লোহার শাবল, চারটি বড় সাইজের লোহার সেলাই রেঞ্জ, ১টি চাকু, পাটের সুতলি কেজি, ২টি স্মার্ট টার্চ মোবাইল ফোন, এক জোড়া হ্যান্ড গ্লভস মালামালসমূহ জব্দ করা হয়। আটক ডাকাতদলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডাকাতির প্রস্ততিকালে উক্ত স্থানে অবস্থান করছিলো।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং- ২৫, তারিখ- ২৮-০২-২৫খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। শুক্রবার দুপুরে আটককৃতদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:৪১:০৭ ১৬০ বার পঠিত | ● আটক ● উদ্ধার ● ডাকাত ● ঢাকা জেলা ● দোহার ● মালামাল