ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু কালীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী মিছিল নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তারাকান্দায় কামারগাও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন হাওর পাড়ের মানুষের টিকে থাকার জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা হবে: আনিসুল হক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল উলিপুরে ইএসডিওর সীডস প্রকল্পের সভা ৬৫ বছরে প্রথম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করালেন আজিজুল বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুর্ণ বিবেচানার জন্য সংবাদ সম্মেলন হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আ’লীগের হামলায় দশ বছর মানসিক ভারসম্যহীন শেখ হানিফ

আ’লীগের হামলায় দশ বছর মানসিক ভারসম্যহীন শেখ হানিফ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


আ’লীগের হামলায় দশ বছর মানসিক ভারসম্যহীন শেখ হানিফ

পিরোজপুর: নাজিরপুরে আওয়ামীলীগের হামলায় ১০ বছর ধরে মানসিক ভারসম্যহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন মো. হানিফ শেখ (৩৫) নামের এক স্বেচ্ছা সেবক দল নেতা। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে ও ওই ইউনিয়নের কলাতলা ওয়ার্ড স্বেচ্ছা সেবকদলের সভাপতি ছিলেন।

মানসিক ভারসম্যহীন ভুক্তভোগী হানিফ শেখের ছোট ভাই উপজেলা কৃষক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো. আনিচ শেখ বলেন, তার বড় ভাই হানিফ গত ২০১৪ সালের ৬ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে খুলনা যাচ্ছিলেন। এ সময় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠীর কুদিরবাড়ি বাজার সংলগ্ন স্থান থেকে আওয়ামীলীগের কিছু লোকজন তাকে আটকে বেধম মারধর করে। পরে তারা উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি (তখন সাধারন সম্পাদক) মো. মোশারেফ হোসেন খানের নির্দেশে দলীয় অফিসে এনে সেখানে ওই নেতা ও থানা পলিশের সামনে বসে বেঁধে রেখে মারধর করে। তখন হামলায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেও পরে তাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশে দেয়া হয়।

এ ঘটনায় তিনি ৬ মাস কারা ভোগের পর জামিনে মুক্ত হন। সে থেকেই ভাই মানসিক ভারসম্যহীন হয়ে পড়েন। তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। সম্প্রতি চিকিৎসকের পরামর্শে তার শিকল খুলে দেয়া হয়। তিনি আরো বলেন, তার ভাইয়ের উপর হামলার একই দিন রাতে তার বাড়ি সহ পরের দিন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ৬টি বড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট করে আওয়ামী সন্ত্রাসীরা। আর্থিক অভাব অনটন ও চিকিৎসার অভাবে অত্যান্ত মানবেতর জীবন যাপন করেছেন তার ভাই। এমন কি এর আগে তার বড় ভাই হানিফ শেখের নামে ৫টি এবং তাকে ৮টি মিথ্যা ও গায়েবী মামলার আসামী করা হয়। মামলা ও ঘর পুড়িয়ে দেওয়ায় ওই পরিবার সহ স্থানীয়রা আর্থিকভাবে পুরো নি:স্ব হয়ে যান।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচীব মো. রিয়াজ ফরায়েজী বলেন, বিএনপি করার অপরাধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে মানসিক ভারসম্যহীন ও মানবেতর জীবন যাপন করছেন হানিফ শেখ।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, গত ২০১৪ সালের ৭ আক্টোবর কোন কারন ছাড়াই আওয়ামীলীগের সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে হামলা চালায়। সেখানের বিভিন্ন বিএনপির নেতা-কর্মীদের ঘর-বাড়িতে লুট-পাট করে ও দোকান সহ ৬টি বসত ঘর পুড়িয়ে দেয়া হয়। এর আগের দিন ওই এলাকার স্বেচ্ছা সেবকদলের নেতা হানিফ শেখকে ধরে কয়েক দফা মারপিট করে পুলিশে দেয়। সে থেকেই ওই হানিফ মানসিক ভারসম্যহীন হয়ে মানবেতর জীব যাপন করছেন। তখন থানা পুলিশ কোন মামলাও নেয় নি। এমন হামলার তদন্তপূর্বক ন্যায় বিচার দাবী তার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:৫২   ৭৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


তারাকান্দায় কামারগাও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন
বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুর্ণ বিবেচানার জন্য সংবাদ সম্মেলন
দুমকিতে মৎস্য অফিসের আয়োজনে মাঠ দিবস
কাউখালীতে শখের মালটা চাষে ভাগ্য বদল জিয়ার
কাঁঠালিয়ায় বিএনপি নেতা রিয়াজ আকনের ইন্তেকাল



আর্কাইভ