ঢাকা    শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম
আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আমতলীতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হাতিয়ায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা নবীনগরে হোপের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত কলাপাড়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সবুজ হত্যার প্রধান আসামিসহ আটক ২ হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও কলাপাড়ায় উপজেলা প্রশাসনের পুকুরে ধরা পড়ল জীবিত ইলিশ কলাপাড়ায় গৃহবধুর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন

মধ্যনগর বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


মধ্যনগর বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার সদর বাজারের বনিক সমিতি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৪ ঘটিকা টার সময় মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে আলোচনা সাপেক্ষে ৭ সদস্য বিশিষ্ট একটি বোর্ড কমিটি গঠন করা হয় এবং বোর্ডের নির্বাচিত ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বাজার উন্নয়নে নানা সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে যোগ্য ব্যক্তি দিয়ে কমিটি গঠন করার প্রয়োজনীয়তা আছে বলে ব্যবসায়ীরা আলোচনায় বক্তব্য রাখেন।

এছাড়া মধ্যনগর বাজারে বর্তমানে কোন বণিক সমিতির কমিটির কার্যক্রম না থাকায় ও বাজারের নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ায় এই প্রয়োজনীয়তার প্রেক্ষিতে উপস্থিত সকলের সিদ্ধান্তে নতুন কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল হক বেনু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিনু। তাছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী শম্ভু রায়, জ্যোতির্ময় রায়, স্বদেশ বাবু, সুধা বিন্দু,আঃ রউফ প্রমুখ।

পরিশেষে ব্যবসায়ীরা আলোচনা করে ৭ সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করেন। পরবর্তীতে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মধ্যনগর বাজারের ব্যবসায়ী মোঃ আবুল বাশারকে সভাপতি ও মিজানুর রহমান মিনুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ৫ সদস্যদের আংশিক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে ব্যবসায়ী লিটন বণিক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে অরুণ রায় ও কোষাধ্যক্ষ হিসেবে মেহেদী হাসান মুন্নাকে মনোনীত করেন বোর্ড কতৃপক্ষ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু বলে, এই কমিটি গঠনের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ব্যবসায়ীদের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ও বিভিন্ন সমস্যা সমাধানে কমিটির সকল ব্যবসায়ীবৃন্দের সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি গত কমিটিতে গোপেশ সরকারকে সভাপতি এবং লিটন তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। পরবর্তীতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিলো।

আর/ এন

বাংলাদেশ সময়: ০:০৯:৪৫   ১৩৭ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির
কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
আমতলীতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত
হাতিয়ায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা



আর্কাইভ