ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
![]()
পটুয়াখালী-২ (বাউফল) আসনে সোমবার বিকালে বিএনপির প্রার্থী ঘোষনা না হওয়ায় বাউফল উপজেলা ছিল পৌরশহরসহ স্তব্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিএনপির দুটি পক্ষ ৩১দফার লিফলেট নিয়ে নেমে পরে পৌরশহরে চাঙ্গা হয়ে উঠে এ দুটি পক্ষ। কেন্দ্রিয় বি এনপির তাদের সমথিক নেতাদের দলীয় মনোনয়ন দিবে এই আশা বুকে বেঁধে ঝিমিয়ে পরা নেতাকর্মীরা সড়কে সরগরম হয়ে ওঠে।এ আসনে বিএনপির সম্ভাব্য কেন্দ্রীয় জাতীয় কমিটির সহ দপ্তর সম্পাদক নির্যাতিত ও এস,এম,হলের সাবেক ভিপি নেতা মুনির হোসেন,জাতীয় কমিটির সদস্য শিল্পপতি এ,কে,এম ফারুক আহম্মেদ তালুকদার। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সমর্থনে বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা,উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং পৌ বিএনপির সাধারন সম্পাদক এ,টি,এম মিজানুররহমানের নেতৃত্বে সহাশ্রাদ্ধিক নেতাকর্মী তারেক রহমানের নির্দেশিত ৩১দফার লিফলেট নিয়ে মিছিল ও শোডাউন করেছে।
এদিকে মঙ্গলবার সকালপ কেন্দ্রীয় বিএনপির সদস্য এ,কে,এম ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার সমর্থিত নেতাকমীরা বাউফল পৌরশহরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট শোডাউনের মাধ্যমে বিতরন করেন।এতা তৃণমুলকর্মীদের মধ্যে ফিরে আসে নতুন করে ফিরে আসে প্রাণ চানচাল্যতা।
উল্লেখ্য সোমবার বিকালে কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করলেও নাম নেই পটুয়াখালী ২ আসন বিএনপির দলীয় প্রার্থীর নাম। এতে হতাশাগ্রস্ত হয়ে পরছে বাউফল উপজেলা বিএনপির তৃণমুল নেতাকর্মীরা।সন্ধার পরে নেমে আসে সুন সান অবস্থা। নেতাকর্মীদের মধ্যে নেই কোন আনন্দ,উল্লাসের ছাপ।
বিরাজ করছে সর্বত্র অস্বস্তির ছাপ। এক নেতা নাম প্রকাশের শর্তে বলেন,নিশ্চিত আসনটি বিএনপির তা এখন জামায়াতের দখলে চলে যাবে। তিনি আরো বলেন,এ আসনে জামায়াতের মনোনিত একক প্রার্থী ছয়মাস আগে ডঃ শফিকুল ইসলাম মাসুদকে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষনা করলেও বিএনপি তা পারেনি।
তবে এ আসনে জোটের প্রাথী জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হাইকোর্টের সহকারী এটোর্নিজেনারেল এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রার্থী হতে পারে বলে গোটা উপজেলায় গুঞ্জন চলছে।
এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজ বলেন, দল যদি দীর্ঘ ১৭ বছরের নির্যাতন,দলল,নীপিড়ন,মামলা,হামলা,তাহলে দলীয় মনোয়ন মুনির হোসেন এর দাবীদার। তবে কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্তে তারা একত্র কাজ করবেন।
এ বিষয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি এ,কে,এম হুমায়ুন কবির বলেন,তিনি শতভাগ আশাবাদী দলীয় মনোনয়ন এ,কে,এম ফারক আহমদে এ দলীয় মনোনয়ন পাবেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১০:৪৬ ১৪৭ বার পঠিত | ● বাউফল ● সরগরম