ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
![]()
ঢাকা:মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ায় সিংগাইর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকল ১১ টার দিকে সিংগাইর উপজেলা বিএনপির উদ্যোগে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সৌরভের নেতৃত্বে আনন্দ মিছিল সিংগাইর বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এ খবর পেয়ে সোমবার রাত ৮টার দিকে রিয়াজুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুস আলী, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ মহিদুর রহমান, সিংগাইর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জৃসহ সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দেড় থেকে দু,শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। খবরটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পিতা ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী প্রয়াত সামসুল ইসলাম খান নয়া মিয়া। তিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা চারবার এমপি ছিলেন। তাঁর মৃত্যুর পর ২০০৬ সালের উপ-নির্বাচনে তার ছেলে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে মনোনয়ন পেয়ে ধানেরশীষ প্রতীক নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ব্যাপারে ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি সম্মান দেখানো হয়েছে। মানিকগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলকে আসনটি উপহার দেব।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৭:১৯ ২০৮ বার পঠিত | ● আনন্দ ● নেতাকর্মী ● মানিকগঞ্জ ● মিছিল