ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫
শিরোনাম
ঢাকা: দোহারে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানে প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী দোহার প্রেসক্লাবে এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেন বিএনপি’র সমর্থক মো. তারেক হোসেন, যা বাস্তবায়ন করেন দোহার প্রেসক্লাব।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে দোহার প্রেসক্লাবের সভাপতি মো.তারেক রাজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমান সানীর নিরলস পরিশ্রমে এই আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম।
এ সময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এমন উদ্যোগ সমাজে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ আয়োজনে শ্রমিকরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. নুরুন্নবি, সাইনপুকুর তদন্ত কেন্দ্রের এস আই মো. হান্নান, এস আই শাহআলম এবং দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, কাজী জোবায়ের, শরীফ হাসান, আল-আমিন, মো.সুমন হোসেন, মো. সুজন হোসেন, মো.সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ আগত অতিথিবৃন্দরা।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৬ ১৫৩ বার পঠিত | ● ঢাকা জেলা ● দোহার ● মে দিবস