ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম
ঢাকা: দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরনের লক্ষে দোহার উপজেলা প্রশাসন(দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে দিনব্যাপী ’দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক’ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার দোহার বাজার এলাকায় অলিব এন্ড ফিগ রেষ্টুরেন্ট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষন কর্মশালায় অতিথিদের নিয়ে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণ এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে দুর্যোগপূর্ব প্রস্তুতিগ্রহন, তাৎক্ষণিক সাড়া প্রদান, এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের,ঢাকা রেঞ্জের উপ-পরিচালক মো. আব্দুর রহমান ও ঢাকা জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা সালাউদ্দিন আল-ওয়াদুদ।
প্রশিক্ষনগনরা অংশগ্রহণকারীদের দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক ধারণা থেকে শুরু করে আধুনিক কৌশল সম্পর্কে অবহিত করেন। তার সঙ্গে প্রশিক্ষণে সহায়তা করেন প্রকল্প সমন্বয়কারী দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কুতুবউদ্দিন ও সহকারী কর্মকর্তা আব্দুস ছালাম। কর্মশালায় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো.রবিউল আওয়াল, প্রানী সম্পদ কর্মকর্তা মো.শামীম হোসেন, উপজেলা মহিলা কর্মকর্তা সাবরিনা আক্তার লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা তুরাজ আহম্মেদ প্রমুখ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, এই প্রশিক্ষণ তাদের বাস্তব পরিস্থিতিতে আরও দক্ষ ও প্রস্তুত হতে সহায়তা করবেন দুর্গত এলাকায়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৬:২৪ ১৫২ বার পঠিত | ● কর্মশালা ● ঢাকা জেলা ● দোহার ● প্রশিক্ষণ