ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম
কুড়িগ্রাম: রাজারহাটের ২টি ইউনিয়নে ৩২টি গরু কোরবানি দিয়ে ১১২০টি দুস্থ পরিবারের মাঝে ২কেজি করে মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ঈদের দিন বিকেলে রাজারহাট শিশু নিকেতন মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান মাংস বিতরণের উদ্ধোধন করেন।
জানা যায়,ঈদের দিন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে রাজারহাট ইউনিয়নে ১০টি গরু কোরবানী দিয়ে ৩৫০টি পরিবারের মাঝে ২কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। এছাড়া দ্বিতীয় দিন রবিবার উপজেলার ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়নে ২২টি গরু কোরবানী দিয়ে ৭৭০টি পরিবারের মাঝে ২কেজি করে মাংস বিতরণ করা হয়।
প্রথম দিনের মাংস বিতরণ অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উপজেলা প্রজেক্ট অফিসার মঞ্জুরুল ইসলাম,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম,আমজাদ হোসেন বক্তব্য দেন। দ্বিতীয় দিন ঘড়িয়াল ইউনিয়ন পরিষদ ফেডারেশনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিকের উপস্থিতিতে মাংস বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫০ ৮৮ বার পঠিত | ● কোরবানী ● বিতরণ ● মাংস ● রাজারহাট