ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫
শিরোনাম
ময়মনসিংহ: মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে অবৈধ গাড়ি পার্কিং ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই বাসচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা দুটি বাসের চালককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অন্যান্য চালকদের সতর্ক করা হয়।
এ বিষয়ে ইউএনও সানজিদা রহমান বলেন, “ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ লাঘব, যানজট নিরসন এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আর/ এন
বাংলাদেশ সময়: ০:২০:০০ ৫৩ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● জরিমানা ● বাসচালক