ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
![]()
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো আব্দুস সোবহান অবশেষে কপোকাত। বহু অন্যায়, অনিয়ম, অভিযোগ আর সাংবাদিকদের লেখনীর প্রেক্ষিতে অবশেষে বদলী ও পদাবনতি( ডিমোশন) হলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সোবহানের।
তার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ, ডাক্তার ও স্টাফদের সাথে খারাপ আচরণ, স্টাফদের নিকট উৎকোচ ছাড়াও ভাতাদি না দেয়া, রোগীদের খাবারের মান খারাপ দেয়াসহ নানা অনিয়ম, দুর্নীতি সেচ্ছাচারীতার অভিযোগে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস ছোবহানকে ডিমোশন (পদাবনতি) দিয়ে সিরাজগঞ্জের বেলকুচির সোহাগপুর উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়েছে। ডাক্তার এবিএম আবু হানিফ স্বাক্ষরিত ৬ অক্টোবর তারিখের চিঠির মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১৬:৫৯ ৩১৭ বার পঠিত | ● অবশেষ ● কুপোকাত ● ভূঞাপুর ● স্বাস্থ্য কর্মকর্তা