ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫
শিরোনাম
ফরিদপুর: আলফাডাঙ্গা মৎস্য অধিদপ্তরধীন ২০২৪-২০২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৫ জন জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহা মো.শাহারিয়ার জামান সাবু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.ভবেন বাইন ও উপজেলা কৃষি আফিসার তুসার সাহা।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহা মো.শাহারিয়ার জামান সাবু বলেন,মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত সুফলভোগী ৭৫ জন জেলের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বকনা বাছুর দেওয়া হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৩ ৩৬ বার পঠিত | ● আলফাডাঙ্গা ● বকনা বাছুর ● বিতরণ