ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু কালীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী মিছিল নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তারাকান্দায় কামারগাও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন হাওর পাড়ের মানুষের টিকে থাকার জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা হবে: আনিসুল হক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল উলিপুরে ইএসডিওর সীডস প্রকল্পের সভা ৬৫ বছরে প্রথম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করালেন আজিজুল বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুর্ণ বিবেচানার জন্য সংবাদ সম্মেলন হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতে উচ্ছ্বসিত পর্যটক

পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতে উচ্ছ্বসিত পর্যটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতে উচ্ছ্বসিত পর্যটক

পটুয়াখালী: দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। বুধবার (০১ অক্টোবর) বিকেলে থেকেই সৈকতে বিপুল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে ওঠেন। অনেকে আবার ঘুরছেন ঘোড়া, মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে। অনেকে আবার সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
দীর্ঘ সময় পর পর্যটকের এমন বাড়তি উপস্থিতিতে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার ৯৫ শতাংশ হোটেল-মোটেল। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
দেশের দক্ষিণের এই পর্যটন কেন্দ্রটির মূল মৌসুম ধরা হয় অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। বছরের বাকি সময়গুলোতে পর্যটক থাকলেও তা সামান্য। তাই একদিকে পূজার বন্ধ, অন্যদিকে পর্যটন মৌসুম শুরু হওয়ার কারণে প্রায় ১৬টি পেশার ব্যবসায়ীরা নতুনভাবে নিজেদের প্রস্তুত করেছেন। পর্যটকদের আকৃষ্ট করতে সবাই দিচ্ছে নানা সুযোগ সুবিধা।

বুধবার সকাল থেকেই সৈকতের বিভিন্ন পয়েন্ট পর্যটকদের পদচারণায় মুখর থাকে। সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুরবন, গঙ্গামতি, ঝাউবন, শুঁটকিপল্লী, মিশ্রিপাড়াসহ প্রত্যেকটি স্পটে পর্যটকের উপচেপড়া ভিড় ছিল। তবে সমুদ্রপ্রেমী এসব মানুষের অভিযোগ, কুয়াকাটায় এসে দুই তিন দিন থাকার মতো কোনো ভ্রমণস্পট, একটি নান্দনিক সৈকতের অভাবসহ নিরবচ্ছিন্ন যাতায়াত ও অনেক সমস্যা রয়েছে।
বরিশাল থেকে আসা হাসিবুর রহমান জানান, মূলত পূজার বন্ধকে কেন্দ্র করে পরিবারসহ ঘুরতে এসেছি। তিন মাস আগে ঘুরতে আসার প্ল্যান করেছি, কুয়াকাটাতে দুইদিন থাকবো। তবে কুয়াকাটায় অত্যন্ত সুন্দর বেশ কয়েকটি স্পট থাকলেও রাতে সময় কাটানোর মতো তেমন কোনো স্পট নেই। এটা থাকলে পর্যটকদের চাহিদা আরও বাড়তো।
কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, বুধবার পর্যটকে টইটুম্বুর ছিল কুয়াকাটা। কুয়াকাটায় পর্যটক এলে সব শ্রেণি-পেশার মানুষ ভালো থাকে, প্রত্যেকটা টুর গাইড ব্যস্ততায় সময় কাটায়, এখান থেকে আয় করে পরিবার চালায়। তাই সরকারের কাছে আবেদন, সারা বছর কুয়াকাটায় পর্যটক আসার ব্যবস্থা করা।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক ও স্টেক হোল্ডাররা কাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৯:২৬   ১১৪ বার পঠিত  |               







বিনোদন থেকে আরও...


পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতে উচ্ছ্বসিত পর্যটক
কয়েদি বেশে দেখা মিললো নিশোর
‘ধর্ষককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন’
আমাকে হত্যার জন্য পরিবারই খুনি ভাড়া করেছিল: পপি
মঞ্চস্থ হলো পথনাটক ‘পরশ পাথর



আর্কাইভ