ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়ীয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ রাজনৈতিক কৌশল হিসেবে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, সরকার চায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক এবং জনগণের মধ্যে ‘বিএনপি একটি চাঁদাবাজ দল’—এই ধারণা প্রতিষ্ঠিত হউক।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।রুমিন ফারহানা বলেন, “রাজনীতিতে পারসেপশনের (ধারণা) একটি ভীষণ গুরুত্ব আছে। সরকার চাইছে যে, বিএনপি চাঁদাবাজি করে এই পারসেপশনটা সর্বত্র থাকুক। সে কারণেই সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো তড়িৎ পদক্ষেপ নিচ্ছে না।”
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই এবং আইন প্রয়োগে কোনো বাধাও দিচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, “যদি বিএনপি নিজের নেতাকর্মীদের অপরাধের সময় নির্বিকার আচরণ করতো বা পুলিশকে বাধা দিতো, তখন বিএনপিকে দোষারোপ করা যেত। কিন্তু সেই অবস্থা তো এখনো তৈরি হয়নি।”
দলের প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) বিষয়টি পরিষ্কার করেছেন। এদের সবাই চাঁদাবাজির জন্য বহিষ্কৃত হয়নি; অনেকেই দলীয় শৃঙ্খলাভঙ্গের মতো অন্যান্য কারণে শাস্তি পেয়েছে।”
রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা যেকোনো অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে, যা তারেক রহমান বহু আগেই ঘোষণা দিয়েছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৫:১৩ ৯৯ বার পঠিত | ● নাসিরনগর ● ব্যারিস্টার ● ব্রাহ্মণবাড়ীয়া ● রুমিন ফারহানা