ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়ীয়া: দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে—তবে এসব কেলেঙ্কারি নিয়েই দলকে দোষারোপ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, সরকারের উদ্দেশ্যই হলো জনগণের মধ্যে এই নেতিবাচক ধারণা বাড়ানো।
রুমিন ফারহানা উল্লেখ করেন, দলের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মী বহিষ্কার করা হয়েছে; কিন্তু এর সবকিছুকে এক দফায় ‘চাঁদাবাজি’ দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়।
বহু ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ, দলের নীতিমালা না মানা বা ব্যক্তিগত আচরণজনিত কারণে পদ স্থগিত বা বহিষ্কার হয়েছে।
তিনি বলেন, ফৌজদারি অপরাধে যাঁরা দায়ী তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ হওয়া উচিত — তবে বিএনপি কখনই কেন্দ্র করে সরকারকে এমন অনুরোধ করে না যেন দলীয় কোনো সদস্য থাকলে তাকে আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়।
তিনি আরও যোগ করেন, অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারেরই। “যদি কোনো সেটিং-এ বিএনপি ক্ষমতায় থেকে নেতাকর্মীদের অপরাধকালে নির্বিকার থাকে বা আইনপ্রয়োগে বাধা সৃষ্টি করে, তখন বলা যাবে দলটি প্রশ্রয় দিচ্ছে। কিন্তু এখনো এমন কোনো পরিস্থিতি দেখা যায়নি,” বলেন রুমিন ফারহানা ।
রুমিন ফারহানার মতে, চাঁদাবাজি বাড়ার দায় কেবল দলের ব্যর্থতা নয় — সরকারের ভূমিকা ও ভ্রান্ত নীতিও বিষয়টিকে ত্বরান্বিত করছে। তিনি অভিযোগ করেন, সরকারই ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না যাতে সাধারণ মানুষের মনে “বিএনপি চাঁদাবাজি করে” এমন ধারণা গেঁথে যায়।
সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গেও তিনি বলেন, একধরনের বট-আইডি এবং পরিচালিত প্রচারণার মাধ্যমে বিএনপির বিরুদ্ধে বদনাম করার চেষ্টা চলছে; যা দলের পক্ষ থেকে করাও সম্ভব নয়।
রুমিন ফারহানা বলেন, “শত শত বট আইডি দিয়ে যে চরিত্রহানন চালানো হচ্ছে, তা আমরা করি না; যদি এমন অপকর্ম ঘটে থাকে সেটি আমাদের ব্যর্থতা হবেনা।”
অবশেষে রুমিন ফারহানা বলেন, বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন দলীয় শৃঙ্খলাভঙ্গ বা অপরাধে জড়িত কোনো নেতাকর্মীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
তিনি জানালেন, দলীয় অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের পাশাপাশি আইনগত পদক্ষেপও নেবে মহাসচিব ও নেতৃত্ব — “দল থেকেই বহিষ্কার হবে, এবং আইনি ব্যবস্থা নিতেও আমরা পিছপা হবো না।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৬:৩৬ ৫৩ বার পঠিত | ● নাসিরনগর ● বিএনপি ● রুমিন ফারহানা