ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
শিরোনাম
গাজীপুর: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাঙ্গালিয়া ইউনিয়ন ২-০ গোলে বাহাদুরসাদী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জয়সূচক গোল দুটি করেন জাঙ্গালিয়া ইউনিয়নের খেলোয়াড় ইমন চন্দ্র ও জুনায়েত।
খেলায় সেরা খেলোয়াড় হন জাঙ্গালিয়ার আব্দুল্লাহ আল-মামুন, একই ইউনিয়নের সেরা গোলদাতা ইকবাল হোসেন লিমন, সেরা গোলকিপার মো.শামীম মনোনীত হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বাহাদুরসাদী ইউনিয়নের শাকিব হোসেন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুরী তাসমিন ঊমি, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.ইসমাঈল ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহীম প্রধান, জাঙ্গালিয়া ইউনিয়ন প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নেহু, কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য জাহিদ হাসান মান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাদিমুল ইসলাম ভূইয়া প্রমুখ।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:৫৯:০২ ১৪৫ বার পঠিত | ● কালীগঞ্জ ● চ্যাম্পিয়ন ● ফুটবল