ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম
দোহারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু কালীগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী মিছিল নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তারাকান্দায় কামারগাও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন হাওর পাড়ের মানুষের টিকে থাকার জন্য বিকল্প কর্মসংস্থান গড়ে তোলা হবে: আনিসুল হক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল উলিপুরে ইএসডিওর সীডস প্রকল্পের সভা ৬৫ বছরে প্রথম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করালেন আজিজুল বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুর্ণ বিবেচানার জন্য সংবাদ সম্মেলন হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চলাচলের রাস্তার ওপর বেড়া, চরম দূর্ভোগে কয়েকটি পরিবার

চলাচলের রাস্তার ওপর বেড়া, চরম দূর্ভোগে কয়েকটি পরিবার


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


চলাচলের রাস্তার ওপর বেড়া, চরম দূর্ভোগে কয়েকটি পরিবার

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামে বেড়া দিয়ে প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। বিকল্প রাস্তা না থাকায় নিরুপায় হয়ে পানিতে সাঁতরিয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে পরিবারের সদস্যদের। ফলে তিন সপ্তাহ ধরে ওই পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে।

জানাযায়, নরহা গ্রামের কাজী তৈয়ব আহম্মদের বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পাশের প্রতিবেশীরা তৈয়ব আহম্মদের পরিবারের চলাচলের পথটি বন্ধ করে দিয়েছে। বাড়ির দুই পাশে পুকুর ও জলাবদ্ধতা থাকায় ওই পথই ছিল পরিবারের একমাত্র চলাচলের উপায়। এখন সেটিও বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

জানা গেছে, রাস্তা বন্ধ থাকায় স্কুল ও মাদরাসা যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই পরিবারের দুই শিক্ষার্থী। জরুরি প্রয়োজনে পানিতে ভিজে কিংবা সাঁতরে বাড়ি থেকে বের হতে হচ্ছে। কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যাওয়ারও উপায় নেই।

ভুক্তভোগী কাজী তৈয়ব আহম্মেদ বলেন, অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। প্রতিবেশীরা আমারই চাচাতো ভাই। তারা স্থানীয় আধিপত্য ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এখন আমরা অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না, পানিতে ভিজে যেতে হয়—যা খুবই কষ্টকর। রাস্তা না থাকায় আমার মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আমার ছোট ছেলেটাও মাদ্রাসায় যেতে পারছে না।

অবরুদ্ধ পরিবারের সদস্য ও হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী তামান্না আক্তার বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। প্রথম কয়েকদিন পানিতে ভিজে স্কুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এভাবে যাওয়া খুবই কষ্টকর। এখন আমার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রতিবেশী দানা মিয়া বলেন, ওই পরিবারের সদস্যরা আমাদের অনেক অত্যাচার করে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দেয়। তাই আমরা এই রাস্তা বন্ধ করে দিয়েছি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, রাস্তার অভাবে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না—এটা দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। বিকল্প রাস্তা না থাকায় নিরুপায় হয়ে পানিতে সাঁতরিয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে পরিবারের সদস্যদের। ফলে তিন সপ্তাহ ধরে ওই পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে।

জানা যায়, নরহা গ্রামের কাজী তৈয়ব আহম্মদের বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পাশের প্রতিবেশীরা তৈয়ব আহম্মদের পরিবারের চলাচলের পথটি বন্ধ করে দিয়েছে। বাড়ির দুই পাশে পুকুর ও জলাবদ্ধতা থাকায় ওই পথই ছিল পরিবারের একমাত্র চলাচলের উপায়। এখন সেটিও বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

জানা গেছে, রাস্তা বন্ধ থাকায় স্কুল ও মাদরাসা যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই পরিবারের দুই শিক্ষার্থী। জরুরি প্রয়োজনে পানিতে ভিজে কিংবা সাঁতরিয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে। কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যাওয়ারও উপায় নেই।

ভুক্তভোগী কাজী তৈয়ব আহম্মেদ বলেন, অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। প্রতিবেশীরা আমারই চাচাতো ভাই। তারা স্থানীয় আধিপত্য ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এখন আমরা অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না, পানিতে ভিজে যেতে হয়—যা খুবই কষ্টকর। রাস্তা না থাকায় আমার মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আমার ছোট ছেলেটাও মাদ্রাসায় যেতে পারছে না।

অবরুদ্ধ পরিবারের সদস্য ও হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী তামান্না আক্তার বলেন, রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। প্রথম কয়েকদিন পানিতে ভিজে স্কুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এভাবে যাওয়া খুবই কষ্টকর। এখন আমার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রতিবেশী দানা মিয়া বলেন, ওই পরিবারের সদস্যরা আমাদের অনেক অত্যাচার করে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দেয়। তাই আমরা এই রাস্তা বন্ধ করে দিয়েছি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, রাস্তার অভাবে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না—এটা দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৩:০৩   ১৮৩ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


নাসিরনগরে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম
৪ কোটি টাকার টেন্ডার ও হয়নি সড়ক নির্মান, দূভোর্গে ১৪ গ্রামের মানুষ
নির্বাচনকে বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে:মাহবুবের রহমান শামীম
হাতিয়ায় জাতীয় ছাত্রশক্তির উপজেলা কমিটি গঠন



আর্কাইভ